
বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেত্রী কবরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। তার মৃত্যুতে অন্য অনেকের মতো শোকে কাতর এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন আবেগঘন স্ট্যাটাস।
বুবলী লেখেন, “মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এত অবিশ্বাস্য কেন? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছে করে না কেন? পৃথিবীতে হয়তো এমন অনেক কেনর কোনো উত্তর নেই। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।”
এর আগে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সারাহ বেগম কবরী।