• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২, ২০২০, ১২:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২, ২০২০, ০১:২৬ পিএম

বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত

বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার জনের ● ইন্টারনেট

বিশ্বে একদিনে সর্বোচ্চ ১ লাখ ৯৬ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস (কোভিড-১৯)। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার জনের। এর মধ্যে সবচেয়ে বেশি ব্রাজিলে মারা গেছেন ১ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়ালো ৬০ হাজার।

এর পরই অবস্থান মেক্সিকোর, ৬৪৮ নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়ালো সাড়ে ২৭ হাজার। যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত হয়েছে ৫০ হাজারের বেশি, আর মৃত্যু হয়েছে ৬৬৭ জনের। ভারতে করোনায় নতুন ৪৩৮ জনসহ মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৭ হাজার ৮শ। নতুন করে ১৯ হাজারের বেশি শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৬ লাখের বেশি।

বিশ্বে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ লাখ ১৮ হাজার, আক্রান্ত এক কোটি ৭ লাখ ৯৩ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৫৯ লাখ।

দীর্ঘদিন বন্ধ রাখার পর ১৪টি দেশের নাগরিকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তবে সেই তালিকায় নেই যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও চীনের নাম। আর এশিয়ার মধ্যে জাপান, কোরিয়া ও থাইল্যান্ডের নাগরিকেরা ইইউ দেশগুলোতে প্রবেশের অনুমতি পাবে। ইন্ডিপেন্ডেন্ট।

কেএপি

আরও পড়ুন