• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০১:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০১৯, ০৩:৫৪ পিএম

বদলে নেয়া মন্ত্রিসভা নিয়ে বরিস জনসনের যাত্রা শুরু

বদলে নেয়া মন্ত্রিসভা নিয়ে বরিস জনসনের যাত্রা শুরু
(ঘড়ির কাঁটা অনুসারে) বরিস জনসন, সাদিজ নাভিদ, প্রিতি প্যাটেল, ডমিনিক রাব, গেভিন উইলিয়ামস ও বেন ওয়ালেস।

বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার আগেই থেরেসা মে’র মন্ত্রীসভার অনেকেই ঘোষণা দিয়েছিলেন, প্রয়োজনে পদত্যাগ রেবেন তবুও তারা জনসনের অধীনে কাজ করবেন না। নতুন প্রধানমন্ত্রী জনসন সম্ভভত বিষয়টি ভালো মতই আমলে নিয়েছেন। দায়িত্ব নেয়ার পর আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নসভা হাউজ অব কমন্সে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণের আগেই বদলে নিয়েছেন তার মন্ত্রীসভাকে।

নতুন মন্ত্রীসভার পররাষ্ট্র সচিব ও স্বরাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন ডোমিনিক রাব ও প্রীতি প্যাটেল। সাজিদ জাভিদ চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন। জনসনের প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্ট সহ থেরেসা মে’র মন্ত্রীসভার অর্ধেকের বেশি মন্ত্রী হয় পদত্যাগ করেছেন অথবা বরখাস্ত হয়েছেন।

এক নজরে বরিস জনসনের নতুন মন্ত্রীসভা

স্টিফেন বার্কলি : ব্রেক্সিট সচিব (আগের দায়িত্বে বহাল আছেন)
মাইকেল গোভ : চ্যান্সেলর এবং নো ডিল ব্রেক্সিট পরিকল্পনা সচিব
বেন ওয়ালেস : প্রতিরক্ষা সচিব
লিজ ট্রাস : আন্তর্জাতিক বাণিজ্য সচিব
ম্যাট হ্যানকক : স্বাস্থ্য সচিব (আগের দায়িত্বে বহাল আছেন)
থেরেসা ভিলিয়ার্স : পরিবেশ সচিব
গেভিন উইলিয়ামসন : শিক্ষা সচিব
নিকি মর্গান : সংস্কৃতি সচিব
আন্দ্রেয়া লিডসম : বাণিজ্য সচিব
অ্যাম্বার রাড : শ্রম ও পেনশন সচিব (আগের দায়িত্বে বহাল আছেন)
রবার্ট জেনরিক : আবাসন সচিব
রবার্ট বাকল্যান্ড : আইন সচিব
আলোক শর্মা : আন্তর্জাতিক উন্নয়ন সচিব
গ্রান্ট শেপস : পরিবহন সচিব
ব্যারোনেস ইভান্স : হাউজ অব লর্ডস নেতা
জ্যাকব রিজ-মগ : হাউজ অব কমন্সের (নিম্নসভা) নেতা

এছাড়া অ্যালান কেইর্নস ওয়েলশ বিষয়ক, অ্যালিস্টার জ্যাক স্কটল্যান্ড বিষয়ক এবং জুলিয়ান স্মিথ নর্দান আয়ারল্যান্ড বিষয়ক সচিবের দায়িত্ব লাভ করেছেন। 

নতুন দায়িত্ব পাওয়ার পরপরই জ্যাকব রিজ-মগ বলেছেন, বরিস শুধু দেশকেই একত্রীভূত করছেন না, এই মন্ত্রীসভার মধ্যদিয়ে দলের মধ্যে একতা নিয়ে আসছেন।   

বরিস জনসনের এই নতুন মন্ত্রীসভার কারণে সাবেক প্রধানন্ত্রী থেরেসা মে’র ১৭ জন মন্ত্রী বরখাস্ত হয়েছেন অথবা বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে। সাবেক পররাষ্ট্র সচিব জেরেমি হান্ট বলেছেন, তাকে নতুন একটি দায়িত্ব নিতে বলা হয়েছিল কিন্তু তিনি তা গ্রহণ করতে পারেননি। এছাড়া বরখাস্তের তালিকায় নাম আছে সাবেক প্রতিরক্ষা সচিব পেনি মরডন্ট এবং আন্তর্জাতিক বাণিজ্য সচিব লিয়াম ফক্সের নাম। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এ দুজনেই জনসনের বদলে হান্টকে সমর্থন দিয়েছিলেন।

সূত্র : বিবিসি

এসজেড

আরও পড়ুন