• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৭, ২০২০, ০৮:৪৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০২০, ০৮:৪৬ এএম

ইউএন৭৫ পোস্টারে বাংলাদেশ

ইউএন৭৫ পোস্টারে বাংলাদেশ
সংগৃহীত ছবি

ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে ‘ইউএন সেভেন্টি ফাইভ চার্টার ডায়লগ রুপরটিউরস’ নিয়ে একটি পোস্টার৷

যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের শিশু অধিকারকর্মী আরিফ রহমান শিবলীর ছবি ও অংশগ্রহণকারী দেশের তালিকায় পোস্টারে এসেছে বাংলাদেশের নাম।

জানা গেছে, গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন জাতিসংঘ, ইউনেস্কো, ইউএনএইচসিআর, ইউএনডিপি, ইউনিসেফ, ইউএন মিশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউএনএফপিএ, ইউএনওসি প্রতিনিধিদলের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত শিশু অধিকারকর্মী ও সমাজকর্মীরা।

অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে অংশ নেন জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদসহ সংস্থাটির শীর্ষ স্থানীয় নেতৃত্বে থাকা অনেকেই।

তারা তরুণ প্রজন্মের মুখে জাতিসংঘের সাফল্য, ব্যর্থতা ও আগামী ২৫ বছরে কী কী কাজ করা উচিৎ তা মনোযোগ সহকারে শুনেছেন।

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী শিশু অধিকারকর্মী আরিফ রহমান শিবলী কনফারন্সের প্রথমদিকে সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে নিহত দুই শিশুর কথা তুলে ধরেন। আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত স্কুল-কলেজে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা চান জাতিসংঘের কাছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

করোনা মহামারির ফলে অর্থ কষ্টে যেন কোনও বাংলাদেশি শিক্ষার্থী ঝরে না পড়ে সেজন্য পদক্ষেপ নিতেও জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার উদ্যোগ নিতে জাতিসংঘকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ফেডর অবচিনিকভ।

কেএপি

আরও পড়ুন