• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ১০:৩২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০২০, ১০:৩২ এএম

মেয়েদের খতনা বাতিল সুদানে

মেয়েদের খতনা বাতিল সুদানে

৩০ বছরের বেশি সময় পর উত্তর আফ্রিকার দেশ সুদান তার ইসলামী শাসনব্যবস্থায় ব্যাপক সংস্কার আনার উদ্যোগ নিয়েছে। এই সংস্কারের অংশ হিসেবে অমুসলিমদের মদ্যপানের অনুমতি এবং স্বধর্ম ত্যাগের আইন ও অপরাধের শাস্তি হিসেবে জনসম্মুখে বেত্রাঘাতের সাজা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বিবিসি তার প্রতিবেদনে বলছে, নতুন সংস্কারে উত্তর আফ্রিকার এই দেশটিতে মেয়েদের খতনা করানোর প্রথাও নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে সন্তানদের সঙ্গে নারীদের ভ্রমণের সময় কোনো পুরুষ স্বজনের অনুমতির দরকার হবে না বলেও জানানো হয়েছে।

গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে বেশ কয়েকটি আইন পাস হয়। প্রথমবারের মতো দেশটির সরকার এসব আইনের ব্যাখ্যা দিয়েছে। দেশটির আইন ও বিচারবিষয়ক মন্ত্রী নাসরিদিন আবদুল বারি বলেছেন, আমরা সুদানের সব ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী আইন বাতিল করব।

বড় ধরনের গণবিক্ষোভের মুখে গত বছর দীর্ঘমেয়াদে প্রেসিডেন্টের আসনে থাকা দেশটির শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হন। তার এই ক্ষমতাচ্যুতির পর ইসলামী শাসনব্যবস্থায় সংস্কারের উদ্যোগ নেয়া হল।  বিবিসি।

কেএপি

আরও পড়ুন