বরিশাল কেন্দ্রীয় কারাগারে টয়লেট ক্লিনার পান করে স্ত্রী হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ মিজানুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (৩০ মার্চ ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় কারাগারে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
অসুস্থ অবস্থায় রোববার ভোর রাতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
আত্মহত্যার চেষ্টা করা মিজানুর রহমানের কয়েদি নং- ৫৯৩৯। তিনি ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম চাঁদকাঠি গ্রামের শরিফ আলীর ছেলে। স্ত্রী হত্যার দায়ে ২০১০ সালে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে ফাঁসির সাজা শোনান।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ ইব্রাহীম জানান, রাতে ওই কয়েদি কারাগারে তার নিজ ওয়ার্ডে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতাল ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তবে মিজানুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছে কিনা সে বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই। মেডিকেল রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অবশ্য অসুস্থ হওয়ার সময় তার মুখ থেকে ফেনা ও ফিনাইলের গন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
কেআর/এএস