আদালতে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ১২:৫৬ পিএম আদালতে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর
ছবি ● সংগৃহীত

ঢাকার  চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশের প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করেছে আন্দোলনকারীরা। 

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় লাঠি হাতে নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করে তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। 

রায়সাহেব বাজারের দিকে যাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে।

এর আগে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দেশের মেডিকেল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হামলা চালানো হয়েছে। 

হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। আগুন দেয়া হয়েছে সেখানে থাকা বেশ কয়েকটি বাসে। 

জাগরণ/অপরাধ/কেএপি