চাঁদপুর-৫ আসনে ভোটের মাঠে মমিন-মতিন

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৮, ০৮:০৫ পিএম চাঁদপুর-৫ আসনে ভোটের মাঠে মমিন-মতিন
মমিনুল হক ও এমএ মতিন

 

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির মনোনয়ন পেতে এবার মাঠে নেমেছেন চার বারের সাবেক সংসদ সদস্য এমএ মতিন। তিনি ২০০৮ সালে আত্মগোপনে ছিলেন। এবার নিজের দলের কাছে ফেরত চান এই আসনটি। 

অপরদিকে ২০০৮ সালে বিএনপি থেকে নির্বাচন করে এখনও ভোটের মাঠে টিকে থাকতে লড়ে যাচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি দলের নেতা-কর্মীদের দুর্দিনে পাশে ছিলেন। ইতোমধ্যে কেন্দ্র থেকে এই আসনে বিএনপির চার ইউনিটের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় তার বলয় চাঙ্গা রয়েছে। বিএনপি থেকে এবারও মনোনয়ন প্রত্যাশী তিনি।

একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এই আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন মোট নয়জন। 

মনোনয়ন প্রত্যাশীদের সাতজন হলেন- কেন্দ্রীয় তাঁতীদলের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মিন্টু, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আলমগীর কবির পাটওয়ারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান, সৌদি আরব প্রবাসী ফারুক হোসেন মোল্লা ও হাইকোর্টের তরুণ আইনজীবী মো. কামাল হোসেন।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হোসেন মোহন বলেন, দলীয়ভাবে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি। তার আগে কিছু বলতে চাই না। তবে ইঞ্জিনিয়ার মুমিনুল হক নির্বাচনী মাঠ প্রস্তুত করতে ইতোমধ্যে কেন্দ্র কমিটি করছেন।

মনোনয়ন প্রসঙ্গে ও নেতাকর্মীর উদ্দেশ্যে কিছু জানতে চাইলে মুঠোফোনে সাবেক সংসদ সদস্য এম এ মতিন বলেন, দুই এক দিনের মধ্যে দলীয় ঘোষণা আসবে। দলীয় মনোনয়ন পাওয়ার পর নেতা-কর্মীদের উদ্দেশ্যে কথা বলবো।

এনএ/আরআই