সিরাজগঞ্জে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৯, ০৫:০৮ পিএম সিরাজগঞ্জে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ
অভিযুক্ত কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম

সিরাজগঞ্জের তাড়াশে পরীক্ষা কেন্দ্রে মহিলা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে একই কলেজের কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলামকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার পরীক্ষা চলাকালে তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে যৌন হয়রানীর ঘটনায় অভিযুক্ত শিক্ষককে পুলিশে সোপর্দ করে কলেজ কর্তৃপক্ষ।

যৌন হয়রানীর শিকার ওই ছাত্রীর কলেজ অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি বিএম শাখার ১ম র্ষের শিক্ষার্থী। ঘটনার দিন বুধবার কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষার চলাকালে বিকাল সাড়ে ৪টার দিকে কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম অনৈতিকভাবে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এর আগেও কলেজ চত্বরে তাকে একাধিকবার উত্ত্যক্ত করেছেন। পরে যৌন হয়রানীর বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই প্রদর্শককে মারধর করে কলেজের একটি কক্ষে আটকে রাখেন।
 
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে অভিযুক্ত কম্পিউটার প্রদর্শককে রাতেই পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই ছাত্রী নিজে বাদী হয়ে মামলা দায়ের করায় ওই শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসসি/