সিরাজগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০১৯, ০১:৪৩ পিএম সিরাজগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোয়ালিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছে। আহত ও নিহতদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় মহাসড়কের উভয়পাড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রোববার (২ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের গরু হাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এতথ্য নিশ্চিত করে জানান, হতাহতদের উদ্ধার ও যানজট নিরসনে কাজ চলছে পুলিশ। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান। 

কেএসটি