সারাদেশে হেফাজতের ডাকা হরতালে চট্টগ্রামের হাটহাজারীতে নতুন করে দুটি স্থানে মাটি খুঁড়ে ফেলায় বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল।
রোববার (২৮ মার্চ) সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন মাদ্রাসার ছাত্ররা। এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। সড়কে তোলা ইটের দেয়াল এখনও রয়েছে।
এদিকে সব ধরনের যান চলাচল বন্ধে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে হাটহাজারীতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবিও মোতায়েন রয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, হাটহাজারীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাটহাজারী-খাগড়াছড়ি সড়কটি আস্তে আস্তে সচলের চেষ্টা চলছে।
শনিবার (২৭ মার্চ) হাটহাজারী বাজার এলাকায় ইটের স্তূপ দিয়ে ৫ ফুট দেয়াল তুলে দেয় হেফাজতের নেতাকর্মীরা। রাতে সড়কটির কাচারী রোডের মুখে দুটি অংশ খুঁড়ে ফেলা হয়েছে। এরপর থেকে সেখানে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।