প্রেমিকার আপত্তিকর ভিডিও ধারণ, প্রেমিক আটক

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ০১:২৬ পিএম প্রেমিকার আপত্তিকর ভিডিও ধারণ, প্রেমিক আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকা স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ ছড়িয়ে দেওয়ার অভিযোগে মনিরুল ইসলাম (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করলে পুলিশ বিকালে মনিরুলকে আটক করে।

আটক মনিরুল দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চৌড়িয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়,পাঁচবিবি উপজেলার নানাবাড়িতে থেকে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে ওই ছাত্রী। এক সময়  মনিরুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে ২০২০ সালের ২৬ নভেম্বর স্কুলছাত্রীকে ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করেন মনিরুল। পরে সেই ভিডিওটি বিভিন্ন জনকে ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করেছেন। এছাড়াও স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য রোববার জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হবে।