আনভীরকে গ্রেপ্তারে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২১, ০২:৪৮ পিএম আনভীরকে গ্রেপ্তারে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাটে প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১ মে) দুপুর ১২টার দিকে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে জেলা ছাত্র ইউনিয়ন।

সংগঠনের নেতারা বলেছেন, মোসারাত জাহান মুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কি না বা সে কেন আত্মহত্যা করেছে? তার সুষ্ঠু তদন্ত করা হোক। এ ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে জড়িত আনভীরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। যাতে তিনি ঘটনার আলামত নষ্ট এবং দেশত্যাগ না করতে পারেন।