খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২১, ০৯:২৭ এএম খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় সময় ১৫ বস্তা (৪৫০ কেজি) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৫ মে) রাতে উপজেলার বদলপুর এলাকা থেকে এ চাল জব্দ করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান। 

মতিউর রহমান বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করার সময় অভিযান চালানো হয়। এ সময় অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় ১৫ বস্তা চাল। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ারকে নির্দেশনা দেয়া হয়েছে।” 

ইউএনও আরো বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সাথে কে বা কারা জড়িত সে বিষয়ে স্থানীয়ভাবে তদন্ত করার জন্য বদলপুরের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।”