পঞ্চগড়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২১, ০৮:৩০ পিএম পঞ্চগড়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার তেলিপাড়া ও আরাজী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার দারারহাট তেলিপাড়া গ্রামের ফজল হকের ছেলে সোলেমান আলী ও আরাজী চরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে হামিদুর রহমান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, করতোয়া নদী থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন সলেমান। আর হামিদুর তার বাড়ির পাশের ধান ক্ষেতে ধান কাটছিলেন। এসময় বজ্রপাত হলে হামিদুর ঘটনাস্থলেই মারা যান এবং সলেমান গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।