কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরলেন ভারত ফেরত ১১৫ জন

যশোর প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২১, ০৮:৪৮ পিএম কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরলেন ভারত ফেরত ১১৫ জন

ভারত থেকে ফেরা ১১৫ জন ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে বাড়িতে ফিরে গেছেন। গত দুই দিনে এসব ছাড়পত্র দেওয়া হয়। বুধবার (১২ মে) আরো ২৩৪ জনকে ছাড়পত্র দেওয়া হবে।

যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদুল হাসান জানান, ভারত থেকে দেশে ফিরে যারা কোয়ারেন্টিনে ছিলেন, তাদের মধ্য থেকে অনেকের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ হতে শুরু করেছে। সোমবার প্রথম দিনে ছয়জন ও দ্বিতীয় দিন মঙ্গলবার ১০৯ জনকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এর বাইরে যশোরের বিভিন্ন হোটেলে বর্তমানে ৯৩৮ জন কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের মধ্যে কাল বুধবার আরও ২৩৪ জনকে ছাড়পত্র দেওয়া হবে। যাদের ১৪ দিন পূর্ণ হচ্ছে, তাদের সবাইকেই ছাড়পত্র দেওয়া হবে।

যশোর ছাড়াও নড়াইলে ১২১ জন, খুলনায় ৫২৩, ঝিনাইদহে ১৫৩, সাতক্ষীরায় ৩৩০, মাগুরায় ১০১ এবং বাগেরহাটে ২৫ জন ভারতফেরত যাত্রী কোয়ারেন্টিনে রয়েছেন।