বিদ্যুৎস্পৃষ্টে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: জুন ২, ২০২১, ১২:৪৭ পিএম বিদ্যুৎস্পৃষ্টে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল মামুন (২৮) নামের এক ট্রাফিক পুলিশের সার্জেন্টের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১ জুন) রাত ১২টার দিকে শহরের পুরাতন জেলখানা রোডে পুলিশ ব্যারাকের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার উথবাইলের মকবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও তার সহকর্মীরা জানান, সার্জেন্ট মামুন মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনতলায় যান। এ সময় অসাবধানতাবশত বিল্ডিংয়ের গা ঘেঁষে লেগে থাকা ৩৩ হাজার কেবির বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তার শরীরে আগুন জ্বলে ওঠে। এতে মামুনের বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তারের সঙ্গে ঝুলে থাকা মামুনের মৃতদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জাগরণকে বলেন, “কী কারণে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।”