পাওনা টাকা নিয়ে ঝগড়ায় ভাগনের হাতে মামা খুন

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০২:৫৭ পিএম পাওনা টাকা নিয়ে ঝগড়ায় ভাগনের হাতে মামা খুন

জয়পুরহাটে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাগনের ছুরিকাঘাতে মামা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুই জন।

বুধবার (১৬ জুন) সকাল সোয়া নয়টায় জয়পুরহাট পৌর শহরের হাড়াইল মহল্লায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম মোস্তাক আহাম্মেদ (৩২)। তিনি হাড়াইল মহল্লার বাসিন্দা। আহত দুজন হলেন রাজু আহাম্মেদ (২৪) ও জিম হোসেন (২০)। 

রাজু আহাম্মেদের ছুরিকাঘাতেই তার মামা মোস্তাক আহাম্মেদ নিহত হয়েছেন বলে জানা যায়।

পুলিশ জানায়, কিছুদিন আগে মোস্তাক তার ভাগনে রাজুর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। আজ সকালে রাজু তার মামা মোস্তাকের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে রাজু ক্ষুব্ধ হয়ে মোস্তাককে ছুরিকাঘাত করেন। এ সময় জিম হোসেন নামের এক তরুণ এগিয়ে এলে তিনি আহত হন। স্থানীয়রা মোস্তাককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ছুরিকাঘাতে মামা নিহতের ঘটনায় তার ভাগনে রাজু আহাম্মেদ আহত হয়েছেন। তাকে হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।