নড়াইলে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর প্রশাসন

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২১, ১১:০৯ এএম নড়াইলে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর প্রশাসন

মহামারি করোনা প্রতিরোধে দেশব্যাপী চলছে ৭ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ। নড়াইলে লকডাউন কঠোরভাবে পালিত হচ্ছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল চলছে।

জানা গেছে, সকাল থেকে বাস, ইজিবাইক, ভ্যানসহ যানবহন চলাচল বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় এবং মাছসহ কাঁচা বাজার খোলা থাকবে দুপুর ১২ টা পর্যন্তু। শহরের গুরুত্ব পূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি তল্লাশিও চালানো হচ্ছে। পুলিশ টহলের পাশাপাশি শহরে সোনাবাহিনীর টহল রয়েছে।

নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত যশোর সেনানিবোসের মেজর আতিক বলেন, দেশের যে কোন ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের নির্দেশে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই মহামারি করোনা কালে সরকার এবং সেনা প্রধানের নির্দেশ ক্রমে জেলা প্রাসনের সাথে আমরা কাজ করছি। মহামারি করোনার মধ্যে সরকারি নির্দেশ মেনে চলার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

জাগরণ/এমআর