কুমিল্লায় অভিযানে ২৯৬ মামলায়

সাকলাইন যোবায়ের, কুমিল্লা প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৬:১৯ পিএম কুমিল্লায় অভিযানে ২৯৬ মামলায়

মহামারী প্রানঘাতী করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের গতকাল পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসনের ৪৩টি ভ্রাম্যমাণ আদালত জেলার ১৭ টি উপজেলায় অভিযান পরিচালনা করে ২৯৬ টি মামলায় ৩,১৭,৯৫০ টাকা অর্থদন্ড করেন।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা,অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল এবং মাস্ক পরিধান না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অর্থদন্ড করা হয়।

কুমিল্লা জেলার ১৭ টি উপজেলায় মোট ৪৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সহযোগিতা করেন সেনাবাহিনীর ৮টি টিম, পুলিশের ৫২ টি টহল টিম, আনসার বাহিনীর ৬টি টিম, বিজিবি ৩ প্লাটুন, এবং র‌্যাব এর ২ টি টিম।