১২ পল্লী উদ্যোক্তা পেল এসএমই ঋণ 

খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০১:৩৯ পিএম ১২ পল্লী উদ্যোক্তা পেল এসএমই ঋণ 

করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ সরকারের মহতী উদ্যোগ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেছেন, এসএমই ঋণের মাধ্যমে নিজেদেরকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। গৃহীত ঋণকে পরিবারের বোঝা নয়, পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হবে।

সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েদ উল্যাহ। 

এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাটিরাঙা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এ ঋণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে। এ সময় করোনায় ক্ষতিগ্রস্থ ১২ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

জাগরণ/এমআর