সেনাবাহিনীর আর্থিক সহায়তা 

খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ১১:৫৫ এএম সেনাবাহিনীর আর্থিক সহায়তা 

খাগড়াছড়ি দীঘিনালার নোয়াপাড়া শরনার্থী শিবিরের দরিদ্র এক অস্থায়ী বাসিন্দাকে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার উপজেলার বোয়ালখালী ইউনিয়নের নোয়াপাড়া শরনার্থী শিবিরের (পুনর্বাসিত) মৃত আল্যাধন চাকমার স্ত্রী চিরিঙ্গী চাকমাকে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ হতে গৃহ নির্মাণের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন জোনাল ষ্টাফ অফিসার লে. হাসিন আনজুম।

তিনি বলেন,দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য-সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। পাশাপাশি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি৷ 

বসতবাড়ী নির্মানের জন্য আর্থিক সহায়তা পেয়ে চিরিঙ্গী চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

জাগরণ/এমআর