সৈকতে ফের ভেসে এল মৃত ডলফিন

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৩:৫৮ পিএম সৈকতে ফের ভেসে এল মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্বদিকে ফরেষ্ট ক্যাম্প পয়েন্টের ১২ দিনের ব্যবধানে আবারও ভেসে এলো ১২ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতী ডলফিন। বৃহস্পতিবার বেলা এগারোটায় ডলফিনটি স্থানীয় জেলেরা ভেসে আসতে দেখতে পায়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশনায় ডলফিনটি মাটি চাপা দেয় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানায়, প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে এটির মৃত্যু হয়েছে বলে তাদের ধারনা। এর আগে মৃত ভেসে আসা ডলফিনের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ভেসে আসা ডলফিন ইরাবতী ডলফিন প্রজাতির।মৃত ডলফিনটি ডলফিন রক্ষা কমিটির সদস্যদের সহয়তায় মাটি চাপা দেওযা হয়েছে। পরবর্তীতে আর কোন মৃত ডলফিন ভেসে আসলে সেটির খাদ্যনালী সংগ্রহ করে মৃত্যুর রহস্য উদঘাটনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে বলে তিনি জানান।

এর আগে গত ২১ আগষ্ট সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় একটি ৭ ফুট দৈর্ঘ্যরে মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে।