চীনা প্রকৌশলীসহ দুজনকে পিটিয়ে আহত, থানায় মামলা 

বাগেরহাট (মোংলা) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:৩৭ এএম চীনা প্রকৌশলীসহ দুজনকে পিটিয়ে আহত, থানায় মামলা 

বাগেরহাটের মোংলা বন্দরের ইনার বার ড্রেজিং প্রকল্পের খনন কাজে নিয়োজিত চীন প্রকৌশলীসহ দুজনকে পিটিয়ে আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। আহতদের খুলনা ও মোংলায় চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে মোংলা বন্দরের পশুর চ্যানেল সংলগ্ন  চিলা-জয়মনির কোলাবাড়ী এলাকায় স্থানীয় জমির মালিক কর্তৃক হামলার শিকারহন ড্রেজিং প্রকল্পে নিয়োজিত চায়না প্রকৌশলী অং ইয়াও (৪৫) ও  ঠিকাদারি প্রতিষ্ঠানের বাংলাদেশি প্রকৌশলী তন্ময় (৪০) । এ সময় হামলাকারীরা ওই দুই প্রকৌশলীকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

এর পর মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ও ইনার বার ড্রেজিং প্রকল্পের পরিচালক শেখ শওকত আলী বাদী হয়ে রাতে স্থানীয় কয়েকজন জমির মালিকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সহ মোট ৮ জনকে আসামি করে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

জাগরণ/এমআর