পূর্বধলায় আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৩:৫৪ পিএম পূর্বধলায় আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল -এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এরশাদ হোসেন মালু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন বকুল, যুবলীগ সাধারন সম্পাদক নূরুল আমিন খান পাঠান শওকত প্রমুখ।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য বেলাল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় নেতাদের মাঠে সক্রিয় থাকার আহবান জানান।

জাগরণ/এমআর