জনপ্রশাসনের আদেশ প্রত্যাহারের দাবিতে প্রকৌশলীদের মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০২:১৭ পিএম জনপ্রশাসনের আদেশ প্রত্যাহারের দাবিতে প্রকৌশলীদের মানববন্ধন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মুল্যায়ণ নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত স্থানীয় শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন করে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, যার যার পেশার দায়িত্ব তার তার মধ্যে রাখতে হবে। লেজুড় ভিক্তিক করা যাবে না। 

মানববন্ধনে বক্তব্য রাখেন এলজিআরডি নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা, সড়ক ও জনপথ  বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান, এলজিইডির সিনিয়র প্রকৌশলী রকিবুল রহমান খান, উপজেলা প্রকৌশলী আরিফুর দৌলা, সহকারী প্রকৌশলী মৌসুমি আক্তার প্রমুখ।

জাগরণ/আরকে