মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৯:২৪ এএম মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নরসিংদীতে রাস্তা পারাপার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় হোসেন শাহ (৬০) নামে এক মুদি ব্যবসায়ী মারা গেছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ইউএমসি জুটমিলগেইট সড়কের সাটিরপাড়া কালিকুমার স্কুল এন্ড কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত হোসেন শাহ (৬০) শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার মৃত কাদের মুন্সির ছেলে।

শহর পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) তানভীর আহমেদ ও স্থানীয়রা জানায়, সাটিরপাড়া কালিকুমার স্কুল এন্ড কলেজ এলাকার নিজ মুদি ব্যবসায়ী হোসেন শাহ দোকানে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। এসময় শহরের সাটিরপাড়া থেকে বেপরোয়া গতিতে যাওয়ার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ মোটরসাইকেলসহ চালকে আটক করে।

জাগরণ/আরকে