গফরগাঁওয়ে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

ময়মনসিংহ (গফরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১০:৩৯ এএম গফরগাঁওয়ে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

গফরগাঁও উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ সুধী জনের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।  

নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তারসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় বক্তারা একটি সুন্দর গফরগাঁও উপজেলা উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জাগরণ/আরকে