ফটিকছড়িতে ব্যাডমিন্টন ফাইনাল খেলা সম্পন্ন 

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০২:৪৩ পিএম ফটিকছড়িতে ব্যাডমিন্টন ফাইনাল খেলা সম্পন্ন 

চট্টগ্রামের ফটিকছড়ি লেলাংয়ের ঐতিহ্যবাহী সংগঠন শাহনগর প্রগতি সংঘ আয়োজিত প্রগতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট - ২২ এর ফাইনাল খেলা ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় প্রগতি স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। 

প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব। সংবর্ধিত অতিথি ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন লেলাং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম শহিদুল আনোয়ার। 

সাবেক যুগ্ম সম্পাদক হায়দার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য ইউনুচ, বীর মুক্তিযোদ্ধা শফি, আওয়ামী লীগ নেতা আবুল হাসান বাবুলসহ প্রমুখ। 

খেলায় শাহ স্পোর্টস হাটহাজারিকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আজিজ মোহাম্মদ ভাই গ্রুপ।

জাগরণ/আরকে