মাদক কারবারিদের হামলায় তিন সাংবাদিক আহত 

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১০:৩২ এএম মাদক কারবারিদের হামলায় তিন সাংবাদিক আহত 

কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হন স্থানীয় ওই তিন সাংবাদিক। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটেছে। 

হামলার শিকার তিন সাংবাদিকরা হলেন- ইংরেজি ডেইলী সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি নূর আলম দুলাল, এসএ টেলিভিশনের ক্যামেরাপারসন হাবিব। 

আহত সংবাদকর্মীরা জানান, মঙ্গলবার রাতে রাজারহাট মোড় এলাকায় সংবাদকর্মীরা মাদক বেচাকেনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ভিডিও ধারণ করতে গেলে মুক্তার, তার ছেলে সুজন, কামুর মিয়ার ছেলে রাজীবসহ প্রায় ২৫-৩০ জন লাঠিসোটা দিয়ে তাদের বেধড়ক পেটায় এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। হামলার শিকার গুরুতর আহত সাংবাদিকদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। 

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের ভর্তি রয়েছেন। চিকিৎসা সেবা চলছে। 

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাগরণ/আরকে