চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১২:৩৪ পিএম চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

চুয়াডাঙ্গায় পিকআপভ্যানের ধাক্কায় মোশাররফ হোসেন (৭৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদাহ মৎস্য খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোশাররফ হোসেন সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ও তিনি একজন সবজি বিক্রিতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাখিভ্যান যোগে সবজি বিক্রি করতে চুয়াডাঙ্গা বড় বাজারে যাচ্ছিলেন। এ সময় সে ডিঙ্গেদাহ মৎস্য খামারের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি পিকপভ্যান পাখিভ্যানটিকে ধাক্কা দিলে মোশাররফ সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন, দুর্ঘটনায় নিহত মোশাররফের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

জাগরণ/আরকে