সৈয়দপুরে মাদক কারবারি জঞ্জালু গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৩:০৫ পিএম সৈয়দপুরে মাদক কারবারি জঞ্জালু গ্রেপ্তার

সৈয়দপুর প্রতিনিধি
সৈয়দপুরের চিহ্নিত মাদক কারবারি বাবু ওরফে জঞ্জালু (৫৫) কে এক কেজি দুইশ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর । 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ওয়াপদা হাজীপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে।

নীলফামারী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক মো: আশরাফুল হক জানান, জঞ্জালু একজন চিহ্নিত মাদক কারবারি। অনেক চেষ্টা করেও তাকে ধরা যাচ্ছিল না। কারন সে স্থান পরিবর্তন করে মাদক বিক্রি করে। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে গোপন সংবাদে জানতে পারি সে নিজ বাড়িতে অবস্থান করছে। 

সাথে সাথেই সহকারী উপ-পরিদর্শক অভিক দাস সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। সকাল ৯ টায় বাড়ি ঘেড়াও করে তল্লাশী চালিয়ে জঞ্জালুকে তার শোয়ার ঘর থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ঘরে রক্ষিত এক কেজি দুইশ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করে মাদকদ্ররব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রজু করা হয়েছে। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, আসামি বাবু ওরফে জঞ্জালুকে বৃহস্পতিবার দুপুরেই নীলফামারী আদালতে পাঠানো হয়েছে। 

জাগরণ/আরকে