সাড়ে ৮ হাজার লিটার সয়াবিন তেলসহ ট্রাক জব্দ, আটক ২

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৮:৫১ পিএম সাড়ে ৮ হাজার লিটার সয়াবিন তেলসহ ট্রাক জব্দ, আটক ২

ফেনীতে ৮ হাজার ৫৬৮ লিটার সরকারি অনুমোদনহীন সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় আটক করা হয় ২ জনকে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিসিক এলাকা থেকে তেল জব্দ করা হয়।

রোববার (৬ মার্চ) দুপুরে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা। এঘটনায় দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চট্রগ্রামের ফটিকছড়ি জেলার দৌলতপুর এলাকার মৃত হাসি মিয়ার ছেলে মো. শাহজাহান (৪১) ও কক্সবাজার জেলার উখিয়া থানার সিকদার বিল এলাকার হাজী নুর আহম্মদের ছেলে মো. ইসমাইল (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, শনিবার (৫ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর বিসিক এলাকায় চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (চট্টগ্রাম মেট্রো ট১১-৯৫৩০) গাড়ি তল্লাশি করে ৬০৪ প্যাকেটে মোট ৮ হাজার ৫৬৮ লিটার বিএসটিআই অনুমোদনহীন বোতলজাত করা সয়াবিন তেল জব্দ করা হয়। পরে গাড়িতে থাকা দু’জনকে আটক করা হয়। জব্দকৃত তেলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা। পরে জব্দকৃত বোতলজাত সয়াবিন তেলসহ আসামিদের ফেনী মডেল থানার হেফাজতে রাখা হয়।

ওসি মেজবাহ উদ্দিন আরও জানান, জব্দকৃত সয়াবিন তেল, বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার পথে আটক করা হয়।

ই্উএম