যশোরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

যশোর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৩:০৬ পিএম যশোরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

যশোরের মণিরামপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন দুই যুবক। গুরুতর আহত হয়েছেন অপর একজন। 

মনিরামপুর উপজেরার খেদাপাড়া-বাঁকড়া সড়কের বসতপুর এলাকায় শুক্রবার (১১ মার্চ) রাত পৌঁনে ১২ টার দিকে ভয়াবহ এই দুর্ঘনাটি ঘটে। হতাহতরা তিনজনই এক মোটরসাইকেলের আরোহী ছিলেন।

নিহতরা হলেন- উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন (২০) ও একই গ্রামের কাসেম গাজীর ছেলে ইমরান হোসেন (২০)।

দুর্ঘটনায় আহত যুবকের নাম আসিফ হোসেন (২০)  ডুমুরখালি গ্রামের আব্দুল আলিমের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি জানান, হতাহতরা তিনজনে মিলে এক মোটরসাইকেলে চড়ে খেদাপাড়া বাজার এলাকা হতে বাঁকড়া সড়ক ধরে যাচ্ছিলেন। পথিমধ্যে বসতপুরে এলাকায় পৌঁছুলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শাওন ও ইমরান মারা যান। আহত আসিফকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, শাওন, ইমরান, আসিফ, নয়ন ও রনি পাঁচ বন্ধু মিলে দাওয়াত খেতে যান খেদাপাড়া এলাকায় তরিকুল ইসরামের বাড়িতে। রাতে পাঁচ বন্ধু দাওয়াত খেয়ে খেদাপাড়া-বাঁকড়া সড়ক হয়ে ফিরছিলেন। পাঁচ বন্ধুর মধ্যে এক মোটরসাইকেলে নয়ন ও রনি ছিলেন। পিছনের মোটরসাইকেলে ছিলেন শাওন, ইমরান ও আসিফ। পিছনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

জাগরণ/আরকে