গণহত্যা দিবসে নরসিংদীতে মোমবাতি প্রজ্জলন 

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ১১:০৫ এএম গণহত্যা দিবসে নরসিংদীতে মোমবাতি প্রজ্জলন 

গণহত্যা দিবস উপলক্ষে নরসিংদীতে মোমবাতি জালিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। 

এ উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) রাত ৯ টায় একযোগে জেলা প্রশাসক বাস ভবনের সামনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংরদের সাবেক ডেপুটি কমান্ডার আরমান মিয়াসহ বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

এছাড়া জেলার ৬টি উপজেলা নরসিংদী সদর, শিবপুর, পলাশ, মনোহরদী, বেলাব ও রায়পুরায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন।

একই সময় জেলার সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা ২৫ মার্চ গণহত্যায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কোরিওগ্রাফির মাধ্যমে তাদের কর্মকান্ড তুলে ধরেন। 

জাগরণ/আরকে