পিকআ‌পের ধাক্কায় বৃদ্ধের মৃত‌্যু

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২, ০২:০৪ পিএম পিকআ‌পের ধাক্কায় বৃদ্ধের মৃত‌্যু

বাগেরহাট মো‌রেলগঞ্জে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের তুলাতলা এলাকায় পিকআ‌পের ধাক্কায় আব্দুস সাত্তার শেখ (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শ‌নিবার (২ এপ্রিল) বিকা‌লে এ দুর্ঘটনা ঘটে। নিহিত আব্দুস সাত্তার শেখের বাড়ি উপ‌জেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে। 

স্থানীয়রা জানান, বিকা‌ল ৪টার দি‌কে বৃদ্ধ সাত্তার শেখ (৮৫) ও একই গ্রামের হাফিজুল শেখ (৫০) রাস্তা পার হচ্ছিল। এ সময় মোরেলগঞ্জ থেকে খুলনাগামী একটি মালবাহী পিকআপ তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

এ অবস্থায় স্থানীয়রা তাদের‌কে উদ্ধার ক‌রে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নি‌য়ে গেলে সন্ধ‌্যা ৭টার দি‌কে চিকিৎসাধীন অবস্থায় সাত্তার শেখ মৃত্যুবরণ করেন।

এঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে মো‌রলগঞ্জ থানার এসআই শুভঙ্কর জানান, ধাক্কা দেওয়া পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। 

জাগরণ/আরকে