চরফ্যাশনে বৈদ্যুতিক শর্টে মাছ ধরার সময় যুবক নিহত 

ভোলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০১:১৪ পিএম চরফ্যাশনে বৈদ্যুতিক শর্টে মাছ ধরার সময় যুবক নিহত 

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে বৈদ্যুতিক শর্ট দিয়ে মাছ ধরার সময় নিজই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুব হাসান নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হাসান সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাহাবুব হাসান ওই এলাকার মো. রফিজল ইসলাম কবিরের ছেলে এবং চরফ্যাশন সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, রোববার রাতে নিজ বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে পাশের পুকুরে মাছ ধরতে যায় হাসান। একটি পুকুরে বৈদ্যুতিক শর্ট দিয়ে মাছ ধরা সম্পূর্ণ করা শেষে অন্য আরেকটি পুকুরে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি মোরাদ হাসান।

জাগরণ/আরকে