ময়মনসিংহে পল্লীতে গাঁজা চাষ, আটক ১

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৪:৩৪ পিএম ময়মনসিংহে পল্লীতে গাঁজা চাষ, আটক ১

ময়মনসিংহের ত্রিশালে পল্লীতে গাঁজা চাষের অভিযোগে এক জনকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার রামপুর ইউনিয়নের বীর রামপুর উজান পাড়া গ্রামে এস. আই আমিনুল হকের নেতৃত্বে সঙ্গীয় এসআই শফিকুল ইসলাম ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে গাঁজা চাষ করার অভিযোগে মাদক ও গাঁজা ব্যবসায়ী আব্দুল মতিন মন্ডলকে আটক করা হয়। 

এ সময় ত্রিশাল থানা পুলিশ আসামির আবাদী জমিতে গোপনে চাষ করা ৭৫ গাজা গাছ উদ্ধার করে। উদ্ধারকৃত গাজার ওজন প্রায় সাড়ে এগার কেজি বলে জানায় পুলিশ। 

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে ত্রিশাল থানা পুলিশ জিরো টলারেন্স অনুসরণ করছে। ধৃত আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছে। 

জাগরণ/আরকে