গাজীপুরের টঙ্গীতে একটি গাড়িকে কেন্দ্র করে পুলিশের হাতে লাঞ্চিত হলেন গাজীপুর মহানগর যুবলীগ সদস্য কাইয়ুম সরকার।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে হিমার দীঘি এলাকায় কাইয়ুম সরকারের বাসায় এ ঘটনা ঘটে। এঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
কাইয়ুম সরকার জানান, টঙ্গী পুর্ব থানার এসআই রাজীব আশিকসহ একদল পুলিশ তার বাসায় যায়। বাসায় আসার পর অকথ্য ভাষায় গাল মন্দসহ লাঞ্চিত করতে থাকে। এসময় ঘটনাটি তার ছেলে বিজয় ঘটনাটি ভিডিও ধারন করে। এতে পুলিশ আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে এসআই রাজীব বলেন, কাইয়ুম সরকার একটি গাড়ির কাগজ আটকে রেখেছিল। তা আনতে গিয়েছিলাম।
টঙ্গী পুর্ব থানা ওসি জাবেদ মাসুদ জানান, একটি গাড়ির কাগজপত্রসহ ড্রাইভারকে আটকে রেখে মারধর করেছে। পুলিশ সেটি সমাধানের জন্য গিয়েছে। কোন রকম লাঞ্চিত করেনি তাকে। উল্টা সে পুলিশের সাথে খারাপ ব্যবহার করে। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।
জাগরণ/আরকে