সিলেটে পানিবন্দি ১০ লাখ মানুষ

সিলেট প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২২, ১২:৫২ এএম সিলেটে পানিবন্দি ১০ লাখ মানুষ
প্রতীকী ছবি

সুরমা নদীর পানি বেড়ে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। রাস্তাঘাট ডুবে থাকায় সময় মতো পৌঁছানো যাচ্ছে না গন্তব্যে।

জেলায় পানিবন্দি অন্তত ১০ লাখ মানুষ। বাড়ছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তির মাত্রা যেন আরও বেড়েছে। আর এখন পর্যন্ত সাড়ে ৭শ' শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ রাখা হয়েছে পাঠদান।

বিদেশ সফর শেষে দেশে ফিরেই বানভাসিদের দেখতে যান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তবে নগরবাসীর জন্য দিতে পারেননি কোনো সুখবর।

উজানের ঢলে ভাসছে পাশের জেলা সুনামগঞ্জও। সদর, তাহিরপুর, ছাতকসহ পাঁচ উপজেলায় ডুবে গেছে রাস্তা-ঘাট। ঘরে পানি থাকায় দুর্ভোগের শেষ নেই। বন্ধ করা হয়েছে দুইশোর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান।

বানভাসিদের নিরাপত্তায় সুনামগঞ্জের দুটি উপজেলায় খোলা হয়েছে ১৩টি আশ্রয় কেন্দ্র।

জাগরণ/দুুর্যোগ/বন্যা/এসএসকে