কমলগঞ্জ প্রতিনিধি
সিলেটগামী আন্তঃনগর পারবত এক্সপ্রেসে কমলগঞ্জ শমশেরনগর বিমানবন্দর উসমানগড় এলাকায় চলন্ত ট্রেনে পাওয়ার কারে আগুন লেগে তিনটি বগি পুড়ে গেছে।
শনিবার (১১ জুন, ২০২২) দুপুর পৌনে ১ টার দিকে ট্রেনের একটি বগির নিচে আগুন ধরলে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও হঠাৎ আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। ট্রেনে আগুন লাগার খবরে প্রথমে কমলগঞ্জের ২টি ইউনিট কাজ শুরু করে। পরে মৌলভীবাজার, কুলাউড়া ও শ্রীমঙ্গল থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় বেলা সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে পারাবত এক্সপ্রেস ট্রেনের আগুন। তবে এরই মধ্যে পুড়ে গেছে তিনটি বগি। ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল এখনও শুরু হয়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মৌলভীবাজারের উপসহকারী পরিচালক আবুল্লাহ হারুন পাশা। তিনি জানান, ট্রেনে আগুন লাগার খবরে প্রথমে কমলগঞ্জের ইউনিট কাজ শুরু করে। পরে মৌলভীবাজার, কুলাউড়া ও শ্রীমঙ্গল থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় বেলা সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে আগুন নিয়ন্ত্রণে এলেও বিকেল সাড়ে ৩টা পেরিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট-আখাউড়া রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শমসেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন জাগরণকে বিষয়টি নিশ্চিত করেছেন।