বন্যায় রেলসেতু ভেঙে ঢাকা-নেত্রকোণা রেল যোগাযোগ বন্ধ

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৮, ২০২২, ০২:৩০ পিএম বন্যায় রেলসেতু ভেঙে ঢাকা-নেত্রকোণা রেল যোগাযোগ বন্ধ

বন্যার তোড়ে নেত্রকোণার মোহনগঞ্জের ইসলামপুরে ৩৪ রেলসেতু ভেঙে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টার মাঝামাঝি ইসলামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোণা থেকে ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া নেত্রকোণা থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনও বারহাট্টায় আটকে পড়েছে।
বারহাট্টা রেল স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, ঢাকা কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারও বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহনগঞ্জের ইউএনও সাব্বির আহমেদ আকঞ্জি বলেন, “বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃষ্টি চলমান। এলাকায় বিদ্যুৎ নেই এবং ক্ষতিগ্রস্ত লোকজনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।”

ব্রীজের নিচে পানির প্রবল স্রোত থাকায় জরুরী ভিত্তিতে কাজ করা সম্ভব নয় বলে প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানিয়েছেন।