পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের পরিচয় শনাক্ত

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:০৫ এএম পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের পরিচয় শনাক্ত
সংগৃহীত ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে চার শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয়রা তাদের সহায়তা করছেন।

নিহতরা হলেন-

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, হতাহতরা হিন্দু সম্প্রদায়ের মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক জানিয়েছন, মৃতদের সৎকারে প্রত্যেক পরিবারে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

জাগরণ/স্বদেশ/নৌদুর্ঘটনা/এসএসকে