বাজার দর

বেড়েছে মাছের দাম

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৯, ০৬:৩৬ পিএম বেড়েছে মাছের দাম

রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে মাছের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কম, বলছেন বিক্রেতারা। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম।

অপরিবর্তিত ছোলা, তেল, চিনিসহ রমজানের বেশিরভাগ প্রয়োজনীয় পণ্যের দাম। শুক্রবার (২৪ মে) রাজধানীর বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। 

রমজানে মাংসের চাহিদা বেশি থাকলেও খুব একটা কম নেই মাছের দাম। বরং বাজারে বাড়তি প্রায় সব ধরনের মাছের দাম। 

টেংরা, পাবদা, শিং, পাঁচমিশালিসহ নদ-নদীর মাছের কেজি ৩৫০ টাকার বেশি। চাষের রুই, কাতল, তেলাপিয়াসহ অন্যান্য মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। আর চিংড়ি মাছের কেজি আকারভেদে ৪০০ থেকে ১২০০ টাকা কেজি। 

স্বস্তি রয়েছে মুরগির বাজারে। গেলো সপ্তাহে ব্রয়লার মুরগি ১৫০ টাকায় বিক্রি হলেও এখন তা মিলছে ১৪০ টাকায়। দেশি মশুর ডালের দাম কিছুটা বাড়লেও চিনি, তেল, ছোলাসহ অন্যান্য রমজানের নিত্য পণ্যের দামের তেমন পরিবর্তন নেই। 

সরকার নির্ধারিত ৫২৫ টাকায় গরু আর ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে খাশির মাংস। করলা, টমেটোসহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। 

এসএমএম