বন্ডের মাধ্যমে ৫০০ কোটি টাকা তুলবে ব্যাংক এশিয়া

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৮:২৯ পিএম বন্ডের মাধ্যমে ৫০০ কোটি টাকা তুলবে ব্যাংক এশিয়া
ব্যাংক এশিয়ার লোগো

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিএসইসির ৬৯৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

জানা যায়, ৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, আনলিস্টেড, ফুল্লি (সম্পূর্ণ) রিডেম্বল, ফ্লাটিং রেটেড এবং সাবঅর্ডিনেটেড বন্ড। ৭ বছরে বন্ডটি পূর্ণ অবসায়ন হবে। যা শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট বডি এবং যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্যাংক এশিয়ার টায়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

এই বন্ডের প্রতিটি ইউনিটির অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ডের ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসাবে যথাক্রমে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কাজ করছে।

এআই/বিএস