বাংলাদেশকে ১২৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ১২:১১ এএম বাংলাদেশকে ১২৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

উচ্চমধ্যম আয়ের দেশ গঠন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশকে ১২৫ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক গ্রুপের নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের আওতায় তিনটি নতুন প্রকল্পে এ ঋণ অনুমোদন দেয়া হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড, বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করেছে। তিনটি নতুন প্রকল্পে ১২৫ কোটি ডলার অর্থায়ন অনুমোদন করা হয়।

কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক, সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি পরিপ্রেক্ষিত পরিকল্পনায় এসব অর্থ ব্যবহার করবে সরকার। এই অর্থ বাংলাদেশকে উচ্চমধ্যম আয়ের দেশের মর্যাদার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। বেসরকারি খাতে কর্মসংস্থানে সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।

জাগরণ/অর্থনীতি/এসএসকে