স্যাম আসগারির সাথে ১৪ মাসের বিবাহিত জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন পপস্টার ব্রিটনি স্পিয়ার্স।
এই দম্পতির দেখা হয় ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে। ২০২২ সালে জুন মাসে তারা বিয়ে করেন।
স্যাম আসগারি একজন ইরানি আমেরিকান মডেল ও ফিটনেস ট্রেইনার।
তাদের বিচ্ছেদের গুজব এরইমধ্যে মার্কিন গণমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে। আমেরিকান টেলিভিশন শো টিএমজি প্রথম এ খবরটি প্রথম প্রকাশ করে।
তবে স্পিয়ার্স এবং আসগরি এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সম্প্রতি দুজনকেই আর বিয়ের আংটি পরিহিত অবস্থায় দেখা যায়নি।
২৯ বছর বয়সী স্যাম আসগারিকে বিয়ে করার আগে ব্রিটনি স্পিয়ার্স ২০০৪ সালে জ্যাসন আলেক্সজেন্ডারকে প্রথম বিয়ে করেছিলেন। ব্রিটনির সে বিয়েটি মাত্র ৫৫ ঘণ্টা টিকেছিলো।
এরপর ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি কেভিন ফেডারলাইনের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন। বর্তমানে ব্রিটনি ২ সন্তানের জননী।
জাগরণ/বিদেশিবিনোদন/বিশ্বসঙ্গীত/এসএসকে