ডিমের দাম কিছুটা কমেছে। রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম ১০ থেকে ১৫ টাকা কমে বিক্রি হয়েছে।
সম্প্রতি দেশে ডিমের দাম অস্বাভাবিক বেড়ে যায়। গত সপ্তাহে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম ১৬০-১৬৫ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। কোথাও তা ১৭০ টাকাতেও বিক্রি হয়েছে।
তবে শুক্রবার ঢাকার বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডজনে দাম কমেছে ১৫ টাকার মতো।
সবজির মধ্যে বেড়েছে বেগুন, ঢ্যাঁড়স ও পটলের দাম। এসব সবজির দাম কেজিতে ১০-২০ টাকা করে বেড়েছে। আর লেবুর হালিতে দাম বেড়েছে ১০ টাকা করে। কয়েকদিন আগে মিলাররা কেজিতে ৫ টাকা কমিয়ে প্যাকেট চিনির দাম ১৩৫ টাকা ঘোষণা করলেও তার কোনও প্রভাব পড়েনি বাজারে। এখনও প্যাকেট চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি হিসেবে। সয়াবিন তেলের নতুন দামের সরবরাহও আসেনি বাজারে বলে দাবি বিক্রেতাদের। যার কারণে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল।
বাজারে আলু ও পেঁয়াজের দাম চড়া । আলু কিনতে হচ্ছে ৪০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে। আর আমদানির পেঁয়াজ মিলছে ৭০ টাকায়।
বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, টমেটো ২৮০ থেকে ৩৬০ টাকা। পেঁপের কেজিও ৪০ থেকে ৬০ টাকা।
মাছের বাজার ঘুরে দেখা গেছে ইলিশের ভরা মৌসুম থাকলেও এক কেজি ইলিশের দাম এখন ১ হাজার ৫০০ টাকার ওপরে। ছোট ও মাঝারি আকারের পাঙাশের দাম ২৫০ থেকে ২৬০ টাকায়। তেলাপিয়া মাছের কেজি ২৫০ টাকা।
জাগরণ/অর্থনীতি/বাজারদর/এসএসকে