গেলো মাস খানেক ধরেই খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। টিসিবির তথ্য বলছে, এক বছরের মধ্যে দাম বৃদ্ধির হার ৩৬ শতাংশ। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারিতেই দাম বেশি। অতি ফলনের পরও এখন সরবরাহ কম এমন অজুহাতে আলুর দাম বাড়ছে।
রাজধানীর কাওরান বাজারের আলুর পাইকার সোহেল। গেলো বছর এ সময়ে তিনি ডায়মন্ড জাতের আলু বিক্রি করেছেন প্রতি কেজি ২৫ টাকায় এবার তাই বিক্রি করছেন ৩৬ টাকায়।
এক বছরের ব্যবধানে কেনো কেজিতে ১১ টাকা দাম বাড়লো, এমন প্রশ্নে এই বিক্রেতার সহজ উত্তর, হয়তো এর পেছনেও আছে সিন্ডিকেট কারসাজি। তবে, কারসাজির অভিযোগ অস্বীকার করে আসা পাইকাররা বলছেন, গত মৌসুমে অতিফলনে কৃষক আলুর উপযুক্ত দাম পায়নি। তারপরও চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতায় দাম বাড়ছে।
এদিকে খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। যদিও টিসিবির তথ্য বলছে, গেলো বছর দাম ছিলো ৩০ টাকা। বিক্রেতা বলছেন টাকা দিলেও পাইকারি বাজারে চাহিদা মতো আলু পাওয়া যাচ্ছে।
কোল্ড স্টোরেজ মালিকরাও বলছেন ক্রয় থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি আলুর খরচ পড়ে ১৮ টাকার মতো। তার মতে মধ্যস্বত্যভোগী এবং হাত বদলের কারণেই আলুর দাম বাড়ছে।
জাগরণ/অর্থনীতি/এসএসকে