ফের স্বর্ণের ভরিতে বাড়ল ১৭৫০ টাকা

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ১২:৪৯ এএম ফের  স্বর্ণের ভরিতে বাড়ল ১৭৫০ টাকা
ছবি ● ফাইল ফটো

তিন দিনের ব্যবধানে ফের স্বর্ণের ভরিতে দাম বেড়েছে। ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা।  তিন দিন আগেও ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। এটিই দেশের বাজারে স্বর্ণের  সর্বোচ্চ দাম। এর আগে গত ২৬ নভেম্বর সোনার দাম বাড়ান হয়।

 

বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)  সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের  মূল্যবৃদ্ধির এসব তথ্য জানায়।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সে কারণে স্বর্ণের  দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন এই দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

 

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের  দাম বাড়িয়ে করা হয়েছে ৮৯ হাজার ৯২৯ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম বাড়িয়ে ৭৪ হাজার ৯৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাগরণ/অর্থনীতি/এমএ